আসানসোল—
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে আসানসোল নগর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শ্রদ্ধা অনুষ্ঠান। সকালবেলায় বিএনআর মোড়ের রবীন্দ্র ভবনের সামনে স্থাপিত কবিগুরুর পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান নগর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে নগর নিগমের অন্যান্য কাউন্সিলর, আধিকারিক এবং বহু নাগরিক উপস্থিত ছিলেন। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন —
“কবিগুরুর সাহিত্য, গান ও চিন্তাধারা যুগে যুগে সমাজকে অনুপ্রেরণা দিয়ে যাবে।”
মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় জানান, সন্ধ্যায় নগর নিগমের পক্ষ থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানান।
সন্ধ্যার আকাশ ভরে ওঠে ‘একলা চলো রে’ ও ‘আমার সোনার বাংলা’-র সুরে। ছোটরা কবিতার পংক্তি আবৃত্তি করে মন জয় করে নেয়, আর নৃত্য পরিবেশনায় মঞ্চে যেন জীবন্ত হয়ে ওঠে রবীন্দ্রকাব্যের চরিত্ররা।
শহরবাসী এই অনুষ্ঠানকে বলেছে — “আসানসোলের সাংস্কৃতিক আত্মার এক অবিস্মরণীয় উৎসব।” এই আয়োজন শুধু শ্রদ্ধা নিবেদন নয়, বরং আগামী প্রজন্মকে বাংলার সংস্কৃতির শেকড়ের সঙ্গে যুক্ত রাখার এক প্রয়াসও বটে।











