[metaslider id="6053"]

পঞ্চগছিয়ায় ‘পাড়ায় পাড়ায় সমাধান’, মেয়রের সামনে গ্রামবাসীর সমস্যার খাতা খুলল

আসানসোল (পঞ্চগছিয়া): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি এবার বারাবনি বিধানসভা এলাকার পঞ্চগাছিয়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল। বুথ নম্বর ২৫৭, ২৫১ ও ২৬২-তে এই কর্মসূচির মাধ্যমে গ্রামবাসীরা সরাসরি প্রশাসনিক আধিকারিকদের কাছে তাঁদের সমস্যার কথা জানানোর সুযোগ পেলেন

মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতি, জনতার সঙ্গে সরাসরি সংলাপ

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন,

“মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হল যাতে মানুষকে সমস্যার সমাধানের জন্য সরকারি দফতরের চৌকাঠ ঘুরতে না হয়। প্রশাসন নিজে মানুষের দরজায় গিয়ে সমাধান করে।”

গ্রামবাসীদের ভিড়, উঠল একের পর এক সমস্যা

অনুষ্ঠানে রাস্তা মেরামত, পানীয় জলের সংকট, বিদ্যুৎ বিভ্রাট, রেশন কার্ড সমস্যা, বার্ধক্য পেনশন ও পড়াশোনার বৃত্তি সংক্রান্ত নানা সমস্যার কথা তোলা হয়। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা অভিযোগগুলি মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মহিলা ও যুবকদের বিশেষ অংশগ্রহণ

এই কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ও বেকার যুবকেরা বড় সংখ্যায় উপস্থিত ছিলেন। তাঁরা কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প সংক্রান্ত নানা প্রশ্ন তোলেন।

জনতার মুখে স্বস্তির হাসি

একজন গ্রামবাসী জানালেন,

“আগে ছোট সমস্যার জন্য বারবার ব্লক অফিস যেতে হতো। আজ নিজের এলাকায় বসেই আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারলাম। এটা সত্যিই বড় স্বস্তি।”

ghanty

Leave a comment