[metaslider id="6053"]

২১ জুলাইয়ের আগে বরাকরে মহাসভা, রাজনীতির মোড় ঘোরাবে তৃণমূল

বেগুনিয়া মোড় থেকে উঠল ২১ জুলাইয়ের হুঙ্কার – “প্রধানমন্ত্রী শুধু মিথ্যে বলেন”

বরাকর, পশ্চিম বর্ধমানঃ সঞ্জীব কুমার যাদব এর রিপোর্ট
শনিবার সন্ধ্যাবেলায় কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘কলকাতা চলো’ অভিযান-এর অঙ্গ হিসাবে বরাকরের বেগুনিয়া মোড়ে এক বিশাল পথসভার আয়োজন করা হয়। সভার সূচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়।

এই সভায় উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেস মহিলা মোর্চার জেলা সম্পাদিকা মৌমিতা ব্যানার্জি বলেন –

২১ জুলাইয়ের কলকাতা সভা হবে ঐতিহাসিক, সেখান থেকেই দেশের রাজনৈতিক ভবিষ্যতের রূপরেখা তৈরি হবে।”

তিনি দুর্গাপুরে প্রধানমন্ত্রীর র‍্যালিকে ‘মিথ্যার প্যাকেট’ বলে কটাক্ষ করে বলেন –

প্রধানমন্ত্রী মিথ্যে বলার অভ্যেসে আচ্ছন্ন, ভোটের নাম করে সাধারণ মানুষকে হেনস্তা করার ষড়যন্ত্র চলছে।”

তিনি জানান যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, “ভোট হবে শুধুমাত্র ভোটার কার্ড দেখিয়ে“, এবং সেই দাবিতে তিনি নিজেই আন্দোলনে নেমেছেন।

বরাকর থেকেই শুরু সামাজিক সুরক্ষা শিবির:

মৌমিতা ব্যানার্জি জানান, জেলার প্রথম সামাজিক সুরক্ষা শিবির বরাকর থেকেই শুরু হয়েছে, যেখানে হাজার হাজার শ্রমিক অংশগ্রহণ করেছেন। তিনি বলেন,

মুখ্যমন্ত্রী সবসময় গরিব মানুষের পাশে থাকেন। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার– এইসব প্রকল্পে নারীদের জীবন পাল্টে যাচ্ছে।”

তিনি বাম আমলের সমালোচনা করে বলেন, “CPM সরকারের সময় রাজ্যের সমস্ত কারখানা রোগগ্রস্ত হয়ে পড়েছিল। আজ চারদিকে উন্নয়নের ছাপ স্পষ্ট।”

সভায় উপস্থিত ছিলেন:

এই মহাসভায় উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, কাউন্সিলর টুম্পা চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর পাপ্পু সিংহ, সজল ঘোষ, সুবল চক্রবর্তী, দুলাল চক্রবর্তী, সুব্রত ভাদুড়ি, তনু মুখার্জি, দীপ্তি মহুয়া, রবিন লায়েক-সহ অসংখ্য কর্মী-সমর্থক।

ghanty

Leave a comment