• nagaland state lotteries dear

বরাকর আরপিএফের দ্রুত পদক্ষেপে ব্যাগ ফিরল মালিকের কাছে

বরাকর | রিপোর্ট: সঞ্জীব কুমার যাদব
আসানসোল রেল বিভাগের বরাকর আরপিএফ-এর তৎপরতায় ফের একবার ‘মিশন অমানত’-এর আওতায় এক যাত্রী তাঁর ট্রেনে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফিরে পেলেন।

কী ঘটেছিল?

স্নেহময় মণ্ডল নামে এক যাত্রী বর্ধমান-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে করে আসছিলেন। তাঁকে আসানসোলে নামার কথা ছিল।
এই ট্রেনটি আসানসোলে পৌঁছনোর পর আবার আসানসোল-গোমো প্যাসেঞ্জার হিসেবে রওনা দেয়। ঠিক সেই সময় স্নেহময়বাবু ভুল করে তাঁর গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভর্তি ব্যাগ ট্রেনেই ফেলে নেমে পড়েন

ব্যাগ ফেলার কথা মনে পড়তেই তিনি তৎক্ষণাৎ ১৩৯ রেল হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান।

আরপিএফ-এর নজিরবিহীন তৎপরতা

বিভাগের তরফে বিষয়টি বরাকর আরপিএফ-কে জানানো হয়।
যেইমাত্র ট্রেনটি বরাকর স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ১-এ এসে দাঁড়ায়,
ডিউটিরত আরপিএফ অফিসার রাজেন্দ্র কুমার নির্দিষ্ট কোচে গিয়ে ব্যাগটি খুঁজে বার করেন

ব্যাগ ফিরিয়ে দিল আরপিএফ

এরপর স্নেহময় মণ্ডল বরাকর আরপিএফ থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করেন এবং তাঁর ব্যাগ তাঁকে হস্তান্তর করা হয়
ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য জিনিস। ব্যাগ ফিরে পেয়ে তিনি আরপিএফের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরপিএফ ইনচার্জ হাওয়া সিং জাখার বললেন:

“আমাদের লক্ষ্য ‘মিশন অমানত’-এর মাধ্যমে প্রত্যেক যাত্রীর হারানো সামগ্রী নিরাপদে ফেরত দেওয়া। যাত্রীরা নিশ্চিন্তে ১৩৯ নম্বরে ফোন করতে পারেন।”

ghanty

Leave a comment