২০ লাখ দিয়ে পার পাবেন না! আসছে বুলডোজার: আসানসোল কর্পোরেশন

single balaji

আসানসোল, নিজস্ব প্রতিবেদন:
জামুড়িয়া শিল্পাঞ্চলে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আসানসোল পৌরনিগম। শুক্রবার শিবম ধাতু কারখানায় অভিযান চালিয়ে ৬৮ কোটি টাকার জরিমানার মধ্যে মাত্র ২০ লাখ টাকা আদায় করা হয়েছে।

এই কারখানা সেই ১১টি শিল্প প্রতিষ্ঠানের একটি, যাদের উপর মোট প্রায় ৭০০ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে পৌরনিগমের পক্ষ থেকে। পৌর সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগেই নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু কোনও সাড়া না মেলায় এবার শুরু হয়েছে সরাসরি অভিযান।

🚨 ঘটনাস্থলে কী ঘটল:

শুক্রবার পৌরনিগমের লিগ্যাল টিম কারখানায় পৌঁছাতেই সেখানকার কর্মকর্তারা তাদের ভিতরে ঢুকতে বাধা দেন। এরপর শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। পরে কোনওভাবে লিগ্যাল টিম ভিতরে ঢুকে প্রক্রিয়া শুরু করলেও কারখানা কর্তৃপক্ষ সময় চেয়ে নেয়।

🗣️ কর্পোরেশনের বক্তব্য:

লিগ্যাল অফিসার রবিউল ইসলাম বলেন,

“সব কারখানাকে আগেই জানানো হয়েছে – জরিমানা দিন অথবা অবৈধ নির্মাণ সরান, না হলে পৌরনিগম নিজে থেকে বুলডোজার চালাবে।”

🧾 কারখানার দাবি:

শিবম ধাতুর কর্মকর্তারা পাল্টা বলেন,

“আমাদের সমস্ত কাগজপত্র বৈধ। পৌরনিগম আমাদের ওপর অন্যায় ‘দাদাগিরি’ চালাচ্ছে। আমরা আইনি পথে যাব।”

🚧 পরবর্তী পদক্ষেপ:

পৌরনিগম স্পষ্ট জানিয়ে দিয়েছে – “অবৈধ নির্মাণ কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না।” এই অভিযান আগামী দিনেও চলবে।

ghanty

Leave a comment