রেল পুলিশের ঝড়, আসানসোলে দখলদারদের ঘরছাড়া অভিযান!

single balaji

আসানসোল, নিজস্ব প্রতিবেদন:
শুক্রবার রেল পুলিশের উদ্যোগে আসানসোল স্টেশন থেকে মিউনিসিপাল মোড় পর্যন্ত রাস্তায় গড়ে ওঠা অবৈধ দোকান ও দখলদারদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয়। সকাল থেকেই শুরু হওয়া এই অভিযানকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেক দোকানদার নিজেরাই দোকান গুটিয়ে চলে যান।

রেল পুলিশ সাফ জানিয়ে দিয়েছে— ফের যদি রাস্তার উপর বা আশপাশে অবৈধভাবে দোকান বসানো হয়, তা হলে কঠোরভাবে ভেঙে দেওয়া হবে। ফলে দখলদারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

🗣️ মেয়রের পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়ের কড়া বার্তা:

আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় বলেন,

“দোকানদারদের আগেই জানানো হয়েছিল যে কেউ স্থায়ী দোকান বসাতে পারবেন না। শুধুমাত্র ঠেলাগাড়ি বসিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা চালানো যাবে। কাজ শেষ হলে ঠেলা সরিয়ে ফেলতে হবে। কিন্তু অনেকেই নিয়ম মানছিলেন না, তাই এই পদক্ষেপ নিতে হয়েছে।”

এই অভিযানে স্থানীয়রা প্রশাসনের প্রশংসা করেছেন। নাগরিকরা মনে করছেন, এমন পদক্ষেপ শহরকে জঞ্জাল ও দখলমুক্ত করতে বড় ভূমিকা নেবে।

🔍 গুরুত্বপূর্ণ দিকগুলো এক ঝলকে:

  • ✔️ অবৈধ দোকান উচ্ছেদ
  • 🚫 রাস্তার উপরে দখল বন্ধে কড়া বার্তা
  • 🛑 পুনরায় বসলে কঠোর ব্যবস্থা
  • 👏 সাধারণ মানুষের সমর্থন
  • 🌆 শহরকে দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে
ghanty

Leave a comment