আসানসোলে ট্রাফিক সচেতনতা শিবির, ছাত্ররা শিখল সড়ক নিরাপত্তা

single balaji

আসানসোল, পশ্চিম বর্ধমান:
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একের পর এক সচেতনতা শিবিরের আয়োজন চলছে। মঙ্গলবার আসানসোলের রবীন্দ্র ভবনে এক বিশেষ ট্রাফিক ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

এই কর্মসূচির মূল লক্ষ্য — ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা, যাতে ভবিষ্যতে তারা আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।

কমিশনারের বার্তা: “সবাই হোন সচেতন চালক”

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার চৌধুরী বলেন —

“আমাদের কমিশনারেট এলাকায় ট্রাফিক নিয়ম নিয়ে নিয়মিত সচেতনতা প্রচার চালানো হচ্ছে। আজকের এই বিশেষ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম শেখানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি আরও চালু থাকবে।”

সড়ক নিরাপত্তায় ছাত্রদের আগ্রহ, ক্লাসে শোনা গেল হেলমেট ও সিটবেল্টের গল্প

এই দিন ছাত্রছাত্রীদের হেলমেট পরা, সিটবেল্ট বাঁধা, ট্রাফিক সিগন্যাল বোঝা, ও জেব্রা ক্রসিং ব্যবহার করার গুরুত্ব বোঝানো হয়। ট্রাফিক পুলিশ আধিকারিক, স্কুল শিক্ষক ও বহু ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ম নিয়ে কুইজ, ডেমো সেশন ও পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শিক্ষা লাভ করে। তাঁদের চোখে ছিল শেখার আগ্রহ ও সড়ক সুরক্ষার জন্য দায়িত্বশীল মনোভাব।

ghanty

Leave a comment