“চাকরি চাই, বঞ্চনা নয়”—চিনাকুড়িতে ফের জ্বলল আন্দোলনের আগুন

single balaji

চিনাকুড়ি (পশ্চিম বর্ধমান):
চিনাকুড়ি তিন নম্বর কোলিয়ারিতে আবারও শুরু হয়েছে ধর্ণা ও বিক্ষোভ, যেখানে ‘সমস্ত গ্রাম কমিটি’ নামক সংগঠনের সদস্যরা বেসরকারি কয়লা উত্তোলন সংস্থার গেটের সামনে বসে স্থানীয় বাসিন্দাদের চাকরির দাবি জানাচ্ছেন।

প্রসঙ্গত, চিনাকুড়ি কোলিয়ারিতে কয়লা উত্তোলনের দায়িত্ব ইসিএল (ECL) একটি বেসরকারি সংস্থাকে দিয়েছে। কিন্তু অভিযোগ, স্থানীয় যুবকদের উপেক্ষা করে বাইরের লোকজনকে নিয়োগ করা হচ্ছে। এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘সমস্ত গ্রাম কমিটি’।

📅 বৈঠক স্থগিত, ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসী

সূত্রের খবর, সংস্থা ও সংগঠনের মধ্যে ৩ জুলাই একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সংস্থা হঠাৎ বৈঠক স্থগিত করে এবং জানানো হয়, এখন তা ৭ জুলাই অনুষ্ঠিত হবে। আন্দোলনকারীদের একজন পিয়ূষ মাহাতো বলেন—

“স্থানীয় ছেলেরা বেকার হয়ে ঘুরছে আর বাইরের লোকজন এখানে চাকরি করছে। এবার আর চুপ করে থাকব না। ৭ জুলাইয়ের পর সিদ্ধান্ত না এলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

📣 প্রধান দাবি কী?

  • স্থানীয় যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ ও চাকরি দিতে হবে
  • বেসরকারি সংস্থার কর্মে স্থানীয় অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে
  • খনন কাজের নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চায়েত ও গ্রামবাসীদের স্বচ্ছ অংশগ্রহণ চাই

🏛 প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন নীরব দর্শক হয়ে আছে। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে এই আন্দোলন গোটা আসানসোল শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে

ghanty

Leave a comment