• nagaland state lotteries dear

দীর্ঘ কর্মজীবনের পর আবেগঘন বিদায় পেলেন বীরেন অধিকারী

আসানসোল ||
সোমবার আসানসোল পৌর নিগমের প্রধান কেরানি বীরেন অধিকারী-কে অবসর গ্রহণ উপলক্ষে একটি বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় অনুষ্ঠানের মাধ্যমে সসম্মানে বিদায় জানানো হয়। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে সহকর্মীরা তাঁকে কৃতজ্ঞতার সাথে বিদায় জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, কমিশনার রাজু মিশ্র, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র, মেয়র পরিষদের সদস্য ও বহু কাউন্সিলরগণ।
সকলেই বীরেন অধিকারীর দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও সেবার মানসিকতা-র প্রশংসা করেন।

🎉 সম্মাননা ও শুভেচ্ছা

অনুষ্ঠানে বীরেন অধিকারীকে উত্তরীয়, ফুলের তোড়া এবং স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। সহকর্মীরা তাঁর সঙ্গে কাটানো কাজের মুহূর্তগুলিকে স্মরণ করে আবেগে আপ্লুত হন।

মেয়র বিধান উপাধ্যায় বলেন,
“বীরেনবাবু নিগমের অন্যতম স্তম্ভ ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

💬 বীরেন অধিকারীর আবেগঘন বিদায় বার্তা

বিদায়ের মুহূর্তে বীরেন অধিকারী বলেন—

“এই প্রতিষ্ঠান শুধুমাত্র আমার কর্মস্থল নয়, আমার পরিবার ছিল। আমি গর্বিত যে এত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সহকর্মীদের সঙ্গে কাজ করতে পেরেছি।”

ghanty

Leave a comment