আসানসোলের খ্যাতনামা রামকৃষ্ণ মিশন হাই স্কুলে রবিবার এক ঐতিহাসিক মুহূর্তে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হল। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আসানসোলের সম্পত্তানন্দ মহারাজ, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, রানিগঞ্জের বিধায়ক শ্রী তপস ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলার স্কুল পরিদর্শক, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মিশনের সদস্যরা।
📘 উচ্চমাধ্যমিক পড়াশোনার সূচনা
বহুদিন ধরেই রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণি চালু করার আবেদন জানানো হয়েছিল। অবশেষে সরকারি অনুমোদন পেয়ে, এখন থেকেই ছাত্রছাত্রীরা স্কুলেই উচ্চমাধ্যমিক পড়াশোনার সুবিধা পাবে। এই সুযোগ আসানসোলের শিক্ষার মান আরও উন্নত করবে বলে অভিভাবকদের মত।
🎉 ছাত্রদের মধ্যে আনন্দের পরিবেশ
এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান চলাকালীন ছাত্রদের চোখে মুখে ছিল আনন্দ ও গর্বের প্রকাশ। এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানেরা এখন এই পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পারবে—এ এক গর্বের মুহূর্ত।”
বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ চালু করা হবে দ্বাদশ শ্রেণিতে, যাতে ছাত্রছাত্রীরা তাদের আগ্রহমতো বিষয় বেছে নিতে পারে।
“রামকৃষ্ণ মিশন শুধুমাত্র শিক্ষার আলো ছড়ায় না, বরং সমাজ গঠনের পথ দেখায়।”