কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নিয়োগ। কিন্তু সেই মামলায় প্রভাবিত ২৬ হাজার শিক্ষকের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করলেন, “আপনারা স্কুলে ফিরে আসুন, বেতন ও চাকরি দুটোই সরকার নিশ্চিত করবে।”
🧑🏫 কোর্টের রায়, দুর্নীতি প্রমাণ — ফের তিন মাসের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ
সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্টের রায় বহাল রেখে জানায়, WBSSC-এর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। OMR শিটের মূল্যায়নে গরমিল ধরা পড়েছে। তাই আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
📢 “চালাকি যাঁরা করেছেন, তাঁদের নাম সরকারের ও আদালতের কাছে আছে” — মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“সব শিক্ষক দুর্নীতিতে জড়িত নন। সরকার জানে কে জড়িত, কে নন। কেউ অন্যায় করেননি অথচ শাস্তি পাচ্ছেন, এটা হতে পারে না। আমরা বেতন নিশ্চিত করব, চাকরির নিরাপত্তা দেব।”
📝 গ্রুপ C ও D কর্মীদের ছাঁটাই নিয়ে রিভিউ পিটিশন দেবে রাজ্য সরকার
মুখ্যমন্ত্রী আরও জানান, গ্রুপ C ও D কর্মীদের ছাঁটাই সংক্রান্ত রায় নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। “এই দুর্বিপাকে শিক্ষকদের পাশে আছি,” বলেন মমতা।
🧨 বিরোধীদের আক্রমণ, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অস্থির করার চেষ্টা: মুখ্যমন্ত্রী
মমতা স্পষ্টভাবে বিরোধীদের আক্রমণ করে বলেন,
“এক শ্রেণীর মানুষ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা সেটা হতে দেব না। শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রক্ষা করব।”
📌 সারসংক্ষেপ:
- ✔️ ২৬ হাজার SSC শিক্ষককে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
- ✔️ বেতন ও চাকরির নিরাপত্তা থাকবে
- ✔️ দুর্নীতির সঙ্গে যুক্তদের আলাদা করে দেখা হবে
- ✔️ গ্রুপ C ও D রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে
- ✔️ বিরোধীদের রাজনীতির বিরুদ্ধে কড়া বার্তা










