চাকরির নামে বাটপারি! এসএসসি নিয়ে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অধীর

single balaji

অধীর চৌধুরীর অভিযোগ: “চাকরিহারাদের সঙ্গে বাটপারি করছে রাজ্য সরকার, বুজরুকিতে মেতে উঠেছে প্রশাসন!”

কলকাতা: এসএসসি দুর্নীতিকাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আজ এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, “এসএসসি-তে চাকরি না পাওয়া হাজার হাজার পরীক্ষার্থী আমাদের ঘরেরই সন্তান। ওরা কোনো অন্যায় দাবি করেনি। অথচ এই সরকার ওদের সঙ্গে বুজরুকি করছে, ঠকাচ্ছে, বাটপারি করছে।”

🔥 “চাকরির নামে প্রতারণা, রাজ্যের তরফে চলছে নির্লজ্জ অভিনয়”

অধীর অভিযোগ করেন, পরীক্ষায় সফল হওয়া সত্ত্বেও যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না, কারণ সরকার নিজের দলের অনুগামীদের অবৈধভাবে চাকরি দিয়ে দিয়েছে।
তিনি বলেন, “ওদের চোখের জল দেখে আমি চুপ থাকতে পারছি না। এ এক প্রশাসনিক দুর্ব্যবস্থা, এক কথায় অপমান।”

🧑‍🎓 বঞ্চিতদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে কংগ্রেস

অধীর জানান, কংগ্রেস রাজ্যজুড়ে এসএসসি-র চাকরিহারাদের পাশে দাঁড়াবে।
“ওরা যে আন্দোলন করছে, সেটা শুধুই নিজেদের চাকরির জন্য নয় – এটা এক সামাজিক প্রতিবাদ। সেই প্রতিবাদে আমরাও পাশে থাকব। রাজ্য সরকারকে জবাব দিতেই হবে।”

⚖️ আদালত যেদিন রায় দেবে, মুখ ঢাকবে সরকার: অধীর

তিনি আরও বলেন, “আদালতের সামনে যেদিন সত্যি প্রকাশ পাবে, সেদিন এই সরকারের মুখ রক্ষা করা দুঃসাধ্য হয়ে পড়বে। আমরা চাই অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরি দিয়ে ন্যায্যতা ফিরিয়ে আনুক সরকার।”

ghanty

Leave a comment