কাশ্মীর পর্যটকদের রক্তাক্ত করল জঙ্গি হামলা! পাহেলগামে নিহত ১, আহত ৬

single balaji

🔴 ঘটনাস্থলে সেনা-চিকিৎসা দল, জরুরি বৈঠকে অমিত শাহ

কাশ্মীর, পাহেলগাম: কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহেলগামের বৈসারান উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় একজন পর্যটক নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ সকালে এই হামলা ঘটে। বৈসারান উপত্যকা শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে পৌঁছনো যায়, ফলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনীর কাজ আরও কঠিন হয়ে পড়ে।

🎯 টার্গেটেড হামলা, ছদ্মবেশে ছিল জঙ্গিরা

প্রত্যক্ষদর্শীদের মতে, জঙ্গিরা সেনা-পোশাকে ছদ্মবেশে ছিল এবং এই হামলা সম্পূর্ণভাবে টার্গেটেড ছিল পর্যটকদের ওপর। সকালে আচমকা গুলি বর্ষণের শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

📞 প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপরতা, অমিত শাহ যাচ্ছেন কাশ্মীরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে গৃহমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই শাহ দিল্লিতে নিজের বাসভবনে জরুরি বৈঠক করেছেন, যেখানে IB প্রধান তপন ডेका, স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, CRPF ডিরেক্টর জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বা ভার্চুয়ালি যোগ দেন।

অমিত শাহ শীঘ্রই শ্রীনগর রওনা হবেন এবং নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন।

🏞️ পর্যটন মরসুমে আতঙ্ক, সামনে অমরনাথ যাত্রাও

এই হামলার সময় কাশ্মীরে পর্যটন মরসুম চলছে। পাশাপাশি সারা দেশ জুড়ে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ৩ জুলাই থেকে ৩৮ দিনব্যাপী যাত্রা শুরু হবে পাহেলগাম ও বলতাল দুটি রুটে। পাহেলগাম রুট এই হামলার স্থানসংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

💬 নেতাদের প্রতিক্রিয়া

🔸 ওমর আবদুল্লাহ এই হামলাকে “অমানবিক ও ঘৃণ্য অপরাধ” বলে আখ্যা দিয়ে বলেন, “এমন বর্বরতার কোনও ভাষায় নিন্দা যথেষ্ট নয়।”
🔸 মেহবুবা মুফতি বলেন, “এই সহিংসতা গ্রহণযোগ্য নয়। কাশ্মীর বরাবরই পর্যটকদের স্বাগত জানিয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত হোক।”
🔸 বিজেপি নেতা রবীন্দ্র রায়না বলেন, “নিরস্ত্র নিরীহ পর্যটকদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে জঙ্গিরা।”

🚨 নিরাপত্তায় জোর, জঙ্গিমুক্ত কাশ্মীরের লক্ষ্য

সম্প্রতি কাশ্মীর সফরে গিয়ে অমিত শাহ নির্দেশ দেন—জম্মু অঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়ে জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল করতে হবে। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশে ‘জিরো টলারেন্স’ নীতিও জারি আছে।

📸 ভিডিও ও ছবিতে ভাইরাল আতঙ্কের মুহূর্ত

ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুলির শব্দ, আহত পর্যটকদের ছবি ভাইরাল হয়ে পড়ে। নিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা আরও জোরদার করার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।

ghanty

Leave a comment