“চলো যাই ঈদের বাজার” – পাণ্ডবেশ্বরে বিধায়কের ব্যতিক্রমী উদ্যোগ!

unitel
single balaji

পাণ্ডবেশ্বর, ৩০ মার্চ ২০২৫: পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ফের নজির গড়লেন! “চলো যাই ঈদের বাজার” উদ্যোগের মাধ্যমে প্রায় ২০০ জন খুদে শিশুকে নিয়ে গেলেন ঈদের বাজারে! তারা নিজেদের ইচ্ছেমতো পোশাক, জুতো, খেলনা সহ নানান সামগ্রী কিনে আনন্দে মাতলেন।

বিধায়কের উদ্যোগে ঈদের খুশি দ্বিগুণ!

পাণ্ডবেশ্বর বাজারের বিভিন্ন দোকানে ঘুরে বাচ্চারা নিজের পছন্দের জিনিস কিনেছে, আর তাদের পাশে থেকে হাসিমুখে সহায়তা করেছেন বিধায়ক নিজেই! এই উদ্যোগ দেখে খুশির হাওয়া বইছে গোটা এলাকায়।

mla eid shopping initiative

🎤 এক অভিভাবক রুস্তম ইরানি বলেন,
“আমাদের বিধায়ক শুধু নেতা নন, তিনিই আমাদের অভিভাবক। ঈদের আগে তিনি কচিকাঁচাদের জন্য যা করেন, তা সত্যিই প্রশংসনীয়। শুধু বাচ্চারাই নয়, বড়দের জন্যও তিনি শাড়ি, লুঙ্গি ও লাচ্ছার ব্যবস্থা করেন।”

বিধায়কের বক্তব্য:

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,
🗣️ “পাণ্ডবেশ্বর সব ধর্মের মেলবন্ধনের জায়গা। এখানে দুর্গাপূজা, ছটপূজা, কালীপূজা বা ঈদ – সবই একসঙ্গে উদযাপন করি। তাই বাচ্চাদের হাসিই আমার ঈদের আনন্দ!”

🔥 এই উদ্যোগের ফলে:

✅ বাচ্চারা পেলো নিজের পছন্দের জামাকাপড় ও খেলনা!
✅ ঈদের আনন্দ দ্বিগুণ হলো গোটা এলাকায়!
✅ বিধায়কের অভিনব উদ্যোগ প্রশংসিত হচ্ছে চারিদিকে!

ghanty

Leave a comment