আসানসোলের কুলটি থানার অন্তর্গত চাবকা সংরক্ষিত এলাকায় মাদক বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে ফেলল স্থানীয় বাসিন্দারা। এলাকায় এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় বেআইনি মাদক ব্যবসা চলছে, যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। প্রশাসনের গাফিলতির কারণে এই সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, তাই বাধ্য হয়ে মানুষ নিজেরাই ব্যবস্থা নিল।

সোমবার ওই যুবককে এলাকায় মাদক বিক্রি করতে দেখেই ক্ষুব্ধ জনতা তাঁকে পাকড়াও করে ফেলে। পালানোর সুযোগ যাতে না পায়, তাই রশি দিয়ে বেঁধে ফেলে তাকে।
খবর পাওয়া মাত্রই কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখে বেআইনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজ চালানো হচ্ছে।

এলাকাবাসীর দাবি, এই চক্রকে সম্পূর্ণ নির্মূল করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।