মোবাইল চুরির চেষ্টা, রণমূর্তি মহিলারা! ধরা পড়ে গণধোলাই দুই যুবকের

unitel
single balaji

রানীগঞ্জ: চুরির ছক কষে এসে মহিলাদের তেজের সামনে টিকতেই পারল না দুই দুষ্কৃতী! মঙ্গলবার রাতে রানীগঞ্জের মঙ্গলপুর এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দুই যুবক। স্থানীয় মহিলারা তাদের ধরে গণধোলাই দেন, পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

saluja auto

সূত্রের খবর, সন্ধ্যার দিকে দুই যুবক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এক সুযোগ বুঝে তারা এক মহিলার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে সেই মহিলা উপস্থিত বুদ্ধির পরিচয় দেন। তিনি তৎক্ষণাৎ চিৎকার শুরু করেন, যার ফলে আশেপাশের মহিলারাও ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তেই তারা চোরদের ঘিরে ধরে উত্তম-মধ্যম দিতে শুরু করেন।

এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও পরে সেখানে জড়ো হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

rishi namkeen

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই যুবক আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল। তাদের অপরাধের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে এবং আরও কোনো অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা, সেটাও তদন্ত করা হচ্ছে।

এলাকার মানুষ প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ টহল এবং নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ghanty

Leave a comment