• nagaland state lotteries dear

রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ ডাঙ্গায় কুয়ো থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গৌরাঙ্গ ডাঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় দিন ধরে সেই মৃতদেহটি কুয়োয় পড়ে ছিল।

এই ঘটনার খবর দেওয়া হয় রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে তদন্ত শুরু করে। পাশাপাশি দমকল বিভাগকেও খবর দেওয়া হয়েছে, যাতে মৃতদেহটি কুয়ো থেকে তোলা যায়।

এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তারা কয়েকজন বন্ধু মিলে ওই এলাকায় ক্রিকেট খেলছিলেন। ক্রিকেট খেলার সময়েই একধরনের দুর্গন্ধ পাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ তাদের বলটি কুয়োর পাশে চলে যায়। বল খুঁজতে গিয়ে তারা কুয়োয় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

এরপরই তারা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে দমকলের সহযোগিতায় মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জ্যোতি সিংহ জানিয়েছেন, এলাকার মানুষজন মৃতদেহ পড়ে থাকার বিষয়টি তাঁকে জানান। তিনি পুলিশকে খবর দেন এবং এরপর দমকল বিভাগের সাহায্যে মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়।

তিনি আরও জানান, কাছাকাছি এক ব্যক্তি, যিনি ভাড়ায় থাকতেন, তিনি প্রায় ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এখন কুয়ো থেকে মৃতদেহ তোলার পরেই পরিষ্কার হবে, সেটি ওই নিখোঁজ ব্যক্তির দেহ কিনা।

ghanty

Leave a comment