আসানসোলে রেল শ্রমিকদের বিক্ষোভ! পিএফ-গ্র্যাচুইটির দাবিতে উত্তাল পরিবেশ

single balaji

আসানসোল: রেলে চুক্তিভিত্তিক শ্রমিক ব্যবস্থার বিরুদ্ধে এবার প্রতিবাদ তীব্রতর হচ্ছে। আসানসোল রেল বিভাগের অধীনে থাকা চুক্তিভিত্তিক শ্রমিক ও চালকেরা নিজেদের ন্যায্য দাবির জন্য তীব্র আন্দোলনে নেমেছেন। তাদের মূল দাবি পিএফ, গ্র্যাচুইটি ও চিকিৎসা সুবিধা প্রদান, পাশাপাশি রেলের নির্ধারিত ন্যূনতম বেতন কার্যকর করা

🔥 ‘শ্রমিকদের শোষণ চলবে না!’ তৃণমূল শ্রমিক নেতার হুঁশিয়ারি

agarwal enterprise

তৃণমূল শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার না দিলে বড়সড় আন্দোলন হবে। তিনি রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের শোষণের অভিযোগ এনে বলেছেন, সম্প্রতি আসানসোল রেল স্টেশনের সাফাই কর্মীরাও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন, এবার চালকরাও পথে নেমেছেন

🚛 ‘চুক্তিভিত্তিক শ্রমিক প্রথা বন্ধ হোক, চালকদের স্থায়ী করার দাবি!’

saluja auto

অস্থায়ী চালকদের দাবি চুক্তিকারী সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাদের বক্তব্য, যদি কোনো চালককে অন্যায়ভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে

⚠️ ‘রেল কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিক, নইলে চাকা জ্যাম হবে!’

rishi namkeen
  • আগামী দিনে এই বিক্ষোভ আরও তীব্র হতে পারে।
  • প্রয়োজনে রাস্তা অবরোধও করা হতে পারে।

🚨 এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষ কোনো আশ্বাস দেয়নি, ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আসন্ন সময়ে আন্দোলন আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ghanty

Leave a comment