দীর্ঘদিনের দাবি পূরণ! বারাবনিতে ১০ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার উদ্বোধন

unitel
single balaji

বারাবনি – পশ্চিমবঙ্গ সরকার সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব সংস্থা-র পক্ষ থেকে বারাবনির দোমহনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মূলডাঙ্গা আদিবাসী পাড়ায় ২৪০ মিটার ঢালাই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই রাস্তা নির্মাণের ব্যয় ১০ লক্ষ টাকারও বেশি

🔥 গ্রামের উন্নয়নে বড় পদক্ষেপ, আদিবাসী পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ

unitel

এদিন নারকোল ফাটিয়ে ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে রাস্তার উদ্বোধন করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং। স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন যে এই রাস্তা নির্মাণের ফলে তাদের দৈনন্দিন যাতায়াতে অনেক সুবিধা হবে

💥 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা

north point school

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –
বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী
দোমহনি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মলয় মণ্ডল
পঞ্চায়েত সদস্য শক্তি দাস ও গোলাম মুর্তজা
বারাবনি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ তাপস ঘোষ

🌟 নতুন রাস্তা, নতুন আশা – গ্রামবাসীদের মুখে হাসি

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার সময় কাদা-পানিতে রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এবার এই ঢালাই রাস্তার কারণে পড়ুয়া ও কর্মজীবীদের আর কোনো সমস্যায় পড়তে হবে না

ghanty

Leave a comment