আসানসোল: আন্তর্জাতিক ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রতিভাবানদের ‘বঙ্গ গৌরব আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হলো। আসানসোলের জ্যোতি ইন্টারন্যাশনাল হোটেলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানের সূচনা গণেশ বন্দনার মাধ্যমে হয়। শুভশ্রী ভুঁই গণেশ বন্দনার উপর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

এরপর প্রধান অতিথি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ এবং সংগঠনের চেয়ারম্যান সঞ্জয় সিনহা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। স্বামী সোমাত্মানন্দজি বলেন, “প্রতিভাবান ও বিশিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করা তাদের জীবনে নতুন শক্তি এনে দেয়। এই আন্তর্জাতিক সংগঠনের লক্ষ্য ও ভাবনা অত্যন্ত প্রশংসনীয়।”
বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা
অনুষ্ঠানে শিক্ষাবিদ ডঃ কালিমুল হক এবং অভিনেত্রী এনি সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নিম্নলিখিত ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়:

- সামাজিক কর্মী: সংহিতা বোস, শোভা পান্ডে
- ক্রীড়া: রঞ্জিত রাম দে
- শিক্ষা সংস্কার: ডঃ নিরাকার পরিদা
- ফটোগ্রাফি: চন্দন কুন্ডু
- নৃত্য: মন্দিরা পল চৌধুরী
- সামাজিক কর্মী: তৃপ্তি দাস
শুভম কুমার শর্মা, কাজি মোহাম্মদ রফিক, মোহাম্মদ সমীর, যুব সৈনিক সংঘ এবং হোটেল জ্যোতি ইন্টারন্যাশনালকেও সম্মানিত করা হয়।

অভিষেক দাসকে জেলা সভাপতি, দীপাঞ্জনা দে কুন্ডুকে মহিলা উইং-এর জেলা সভাপতি এবং অমিত সিংকে সিটি কনভেনারের দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি কৌশিক রায় চৌধুরী, প্রিয়ব্রত সরকার, হরে রাম প্রসাদ, দুর্গাপুর সিটি সভাপতি কৌশিক রায় চৌধুরী, জামতাড়া জেলা সভাপতি গৌতম ঠাকুর, বিশু মন্ডল এবং শতবীর সিং প্রমুখ।
সম্মাননা ও সংস্থার বার্তা

সংগঠনের চেয়ারম্যান সঞ্জয় সিনহা বলেন, “আমাদের লক্ষ্য হল সাধারণ মানুষকে মানবাধিকারের বিষয়ে সচেতন করা। আমরা বিশ্বাস করি মানবাধিকার সম্পর্কে সচেতনতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া উচিত।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।










