আসানসোল, পশ্চিমবঙ্গ: মঙ্গলবার আসানসোল পৌরনিগমে প্রয়াত কাউন্সিলর গুলাম সরওয়ারকে স্মরণে এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সম্মানসূচকভাবে অর্ধদিবস কাজের পর ছুটি ঘোষণা করেন।

শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াশিমুল হক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং মানস দাস সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরনিগমের আধিকারিকরা। সকলে গুলাম সরওয়ারের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান।

সমাজসেবার জন্য গুলাম সরওয়ারকে স্মরণ
এই বিশেষ অনুষ্ঠানে বক্তারা গুলাম সরওয়ারের সমাজসেবা এবং পৌরনিগমে তার বিভিন্ন কাজের অবদানের কথা উল্লেখ করেন। তাকে একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি হিসেবে অভিহিত করা হয়। অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে এবং উপস্থিত ব্যক্তিরা তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন।

অসাধারণ সমাজসেবার প্রতি কৃতজ্ঞতা
মেয়র বিধান উপাধ্যায় বলেন, গুলাম সরওয়ার পৌরনিগমে বহু গুরুত্বপূর্ণ কাজ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। তার সমাজসেবামূলক কর্মকাণ্ডকে চিরকাল স্মরণ করা হবে। ডেপুটি মেয়র ওয়াশিমুল হক জানান, গুলাম সরওয়ারের অবদান পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণা হিসেবে থাকবে।

পৌরনিগমের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান
এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানটি ছিল গুলাম সরওয়ারের প্রতি পৌরনিগমের তরফ থেকে এক আবেগঘন মুহূর্ত। তার সমাজসেবা ও কর্মনিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।












