কুম্ভ মেলায় প্রাণ হারানো আসানসোলের বিনোদ রুইদাসের পরিবারের পাশে জিতেন্দ্র তিওয়ারি

unitel
single balaji

আজ আসানসোলের প্রাক্তন মেয়র শ্রী জিতেন্দ্র তিওয়ারি কুম্ভ মেলায় প্রাণ হারানো বিনোদ রুইদাসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। প্রয়াত বিনোদ রুইদাসের স্ত্রী ও পরিবারের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন তিনি।

শুধু জিতেন্দ্র তিওয়ারি নয়, রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীও প্রয়াতের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁর শোকপ্রকাশ করেন। শুভেন্দু অধিকারী পরিবারকে সমস্ত প্রকার সাহায্যের আশ্বাস দেন।

LAGGUAGE emporium

বিনোদ রুইদাসের মর্মান্তিক মৃত্যু

বিনোদ রুইদাস আসানসোলের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, কুম্ভ মেলায় যাওয়ার সময় দুর্ঘটনাজনিত কারণে তিনি প্রাণ হারান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিনোদবাবুর এক আত্মীয় জানিয়েছেন, “বিনোদ দাদা খুবই পরোপকারী মানুষ ছিলেন। তাঁর অকালপ্রয়াণ আমাদের পরিবারের অপূরণীয় ক্ষতি।”

Furniture world

জিতেন্দ্র তিওয়ারির প্রতিশ্রুতি

পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় শ্রী তিওয়ারি বলেন, “আমি এবং আমার দল এই দুঃসময়ে পরিবারের পাশে আছি। সমস্ত সাহায্যের ব্যবস্থা করা হবে।”

শুভেন্দু অধিকারীর সমবেদনা

ফোনে বিনোদ রুইদাসের স্ত্রীর সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী বলেন, “এই শোকের মুহূর্তে আমরা আপনাদের পাশে রয়েছি। সরকার এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

ghanty

Leave a comment