আসানসোল, কুলটি: গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার চলবলপুর এলাকায় অভিযান চালিয়ে বনদপ্তরের বিশেষ দল দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ১১টি সাম্বার হরিণের শিং ও ৭টি প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
🔹 ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যোগসাজশ!

ধৃত দুই চোরাকারবারির মধ্যে একজন গণেশ প্রসাদ, যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, এবং অপরজন সুকুমার বাউরি, যিনি নিরশার বাসিন্দা।
বনদপ্তরের এক কর্মকর্তা জানান, এই পাচারচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল, এবং উদ্ধার হওয়া সামগ্রী আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করা হত।
🔹 আজ আদালতে পেশ করা হবে ধৃতদের
গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে আজ আসানসোল আদালতে পেশ করা হবে। বনদপ্তর এই পাচারচক্রের মূল পান্ডাদের সন্ধানে আরও তদন্ত চালাচ্ছে।