রানীগঞ্জ: ফের দুর্ঘটনার আশঙ্কায় কয়লা ও বালি বোঝাই গাড়ির বিরুদ্ধে ফুঁসে উঠল এলাকাবাসী। সোমবার সকালে এক শিশুর দুর্ঘটনার কবলে পড়ার ঘটনার পরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, এর আগেও এক বৃদ্ধা প্রাণ হারিয়েছিলেন এই একই রাস্তায় দুর্ঘটনার ফলে। দীর্ঘদিন সেই রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল, কিন্তু গত চার দিন ধরে ফের সেই রাস্তায় কয়লা ও বালি বোঝাই গাড়ি চলাচল শুরু হয়েছে।
পথ অবরোধে উত্তাল পুরনমল, ইসিএল-কে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি
এই ঘটনার প্রতিবাদে রানীগঞ্জ ৩৭ নম্বর ওয়ার্ডের অমৃত নগর কোলিয়ারি থেকে পুরনমল হয়ে বাইপাস যাওয়ার রাস্তায় পথ অবরোধ করেন এলাকার মানুষ। সকাল ৯টা থেকে নিমচা ফাঁড়ির পুরনমল এলাকার বাসিন্দারা ইসিএলের কুনুস্তোড়িয়া, শ্রীপুর ও সাতগ্রাম এরিয়ার সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেন।

“রাস্তাগুলোর বেহাল দশা, দুর্ঘটনার জন্য প্রশাসন দায়ী” – দাবি স্থানীয়দের
বিক্ষোভকারীদের অভিযোগ, পুরো রাস্তাটি খানাখন্দে ভরা, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাদের দাবি,
✅ রাস্তা দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে।
✅ প্রত্যেক পণ্যবাহী গাড়িতে ড্রাইভারের সঙ্গে খালাসি রাখতে হবে।
✅ রাস্তাগুলোর দেখভালের জন্য স্থানীয় যুবকদের নিয়োগ করতে হবে।
নেতৃত্বে তৃণমূল নেতা, ইসিএল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি
বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা অনিল সিং। তিনি বলেন, “এই রাস্তায় কয়লা ও বালি বোঝাই ট্রাক ও ডাম্পার চলাচলের ফলে প্রতিদিনই প্রাণহানির আশঙ্কা থাকে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরও বড় আন্দোলন হবে।”
স্থানীয়দের দাবি, ইসিএল কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা না নিলে লাগাতার পথ অবরোধ চলবে। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও, এখন দেখার বিষয়, এই সমস্যার সমাধান কবে হয়।












