অন্ডালে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মেঘনাদ মণ্ডলের নেতৃত্বে অন্ডাল থানার বিশেষ টিম এই অভিযানে সফল হয়। ধৃতদের কাছ থেকে ২০ লাখ টাকা-সহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অন্য রাজ্যে যাওয়ার পথে পুলিশের হাতে আটক
সোমবার দুপুরে যখন এই দলটি অন্য একটি রাজ্যে যাওয়ার জন্য অন্ডাল বিমানবন্দরে পৌঁছায়, তখন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের তল্লাশি চালায়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি বীরভূমে। পুলিশ তাকে দলের নেতা হিসেবে সন্দেহ করছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ধৃতদের মধ্যে তিনজন অন্ডালের বাসিন্দা বলে জানা গেছে।
ডাকাতির পরিকল্পনা: তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য
পুলিশ সূত্রে খবর, তারা কোথায় যাচ্ছিল এবং কেন যাচ্ছিল, তার গভীর তদন্ত চলছে। পুলিশের এই সাফল্যে অন্ডাল এলাকায় ডাকাতদের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে।
মেঘনাদ মণ্ডলের সাহসিকতার পুনরাবৃত্তি
উল্লেখ্য, এর আগেও মেঘনাদ মণ্ডল তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। গত ৯ জুন রাণীগঞ্জের সেনকো গোল্ড ডাকাতির মামলায় তিনি একাই সাত জন দুষ্কৃতীর সাথে লড়াই করেছিলেন। ওই ঘটনায় এক ডাকাত আহত হয়েছিল। এবারও মেঘনাদ মণ্ডল অন্ডাল থানার এলাকায় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে আরেকটি উদাহরণ স্থাপন করলেন।