• nagaland state lotteries dear

জামুড়িয়ায় পাইপলাইন নিয়ে উত্তেজনা, কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ

জামুড়িয়া: পাইপলাইন বসানো নিয়ে পাথরচূড় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামুড়িয়া থানা ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বিপুল পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। গ্রামের রাস্তা দিয়ে তিনটি পাইপলাইন বসানোর কাজ চলছে। কিন্তু এই পাইপলাইন কে বা কারা বসাচ্ছে, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

পাইপলাইন নিয়ে কেন বিক্ষোভ?

গ্রামবাসীরা পাইপলাইন বসানোর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি—গ্রামের পানীয় জলের সমস্যা মেটাতে হবে এবং স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান দিতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, অজয় নদ থেকে গ্রামের রাস্তা দিয়ে এই পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়ে তাদের কোনো তথ্য জানানো হয়নি।

গ্রামবাসীদের বক্তব্য:

  • “সরকারি পাইপলাইন বসালে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আগে গ্রামে পানীয় জল সরবরাহ করতে হবে।”
  • “যদি কোনো বেসরকারি কারখানার পাইপলাইন বসানো হয়, তাহলে গ্রামের প্রতিটি পরিবারের একজনকে চাকরি দিতে হবে। না হলে পাইপলাইন বসানোর কাজ বন্ধ করা হবে।”

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্রামবাসীদের আরও অভিযোগ, “স্থানীয়রা পাইপলাইন বসানোর কাজের বিরোধিতা করলে পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে। আমাদের স্পষ্টভাবে জানানো হোক, এই পাইপলাইন কারা বসাচ্ছে। যদি এটি কারখানার পাইপলাইন হয়, তাহলে চাকরি ও পানীয় জল আমাদের অধিকার। না হলে কাজ চলতে দেব না।”

পিএইচ ইঞ্জিনিয়ারের বিবৃতি

পিএইচ বিভাগের ইঞ্জিনিয়ার কুন্ডু বাবু জানিয়েছেন, “এই পাইপলাইন জল জীবন মিশনের অংশ এবং এটি পানীয় জলের পাইপলাইন। কিন্তু গ্রামবাসীরা ভুল বুঝে পাইপলাইন বসানোর কাজে বাধা দিচ্ছেন।”

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন

বর্তমানে জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে।

ghanty

Leave a comment