• nagaland state lotteries dear

তৃণমূল নেতার নামে দুর্নীতির অভিযোগে পোস্টার, উত্তাল দুর্গাপুর!

দুর্গাপুর : তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্বজনপোষণ ও চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়লো দুর্গাপুরের নামোসগড়ভাঙা গ্রামে। কোকওভেন থানার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সহ-সভাপতি বিধান মাজি ও দলের আরেক নেতা অরুণ ধারার নামে পোস্টারে ওঠে বিস্ফোরক অভিযোগ।

পোস্টার ঘিরে উত্তেজনা

রবিবার সকালে গ্রামে পোস্টার দেখা মাত্রই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পোস্টারে অভিযোগ তোলা হয়েছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের মাধ্যমে দুর্নীতি করেছেন এই দুই নেতা। এমনকি স্থানীয় যুবকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগও উঠেছে।

Screenshot 2024 12 01 153519

তৃণমূলের প্রতিক্রিয়া: বিরোধীদের চক্রান্ত

অভিযুক্ত নেতারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, “এটি বিরোধীদের একটি ষড়যন্ত্র। এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

গ্রামবাসীদের প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে চাকরি নিয়ে অনিয়মের অভিযোগ উঠে আসছিল। তবে প্রকাশ্যে এমন পোস্টার আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। অনেকে প্রশাসনের কাছেও তদন্তের দাবি তুলেছেন।

বিরোধীদের দাবি: তদন্ত হোক

বিরোধী শিবিরের দাবি, “তৃণমূল নেতাদের দুর্নীতি আর নতুন কিছু নয়। এটা তারই প্রমাণ। এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”

ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা

পোস্টার নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পোস্টার কে বা কারা লাগিয়েছে, তা তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

ghanty

Leave a comment