কুলটিতে বিজেপির সদস্যতা অভিযান জোরদার, ২০২৬-এ সরকার গঠনের লক্ষ্যে প্রস্তুতি

কুলটি থেকে সত্যেন্দ্র যাদব এর প্রতিবেদন : বিজেপি’র এসসি মোর্চার রাজ্য সভাপতি ডঃ সুদীপ চন্দ্র দাস জাতীয় স্তরের সদস্যতা অভিযান নিয়ে কুলটির ওয়ার্ড নম্বর ১৭-এর নতুন বস্তিতে এক জনসভায় বক্তব্য রাখেন।

বক্তব্যের মূল বিষয়:

ডঃ সুদীপ চন্দ্র দাস বলেন, “২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে। এই লক্ষ্যে রাজ্যে ব্যাপকভাবে সদস্য তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি আটকে রেখেছেন। যার কারণে বাংলার মানুষ আবাস যোজনা, পানীয় জলের প্রকল্প এবং আয়ুষ্মান যোজনার সুবিধা থেকে বঞ্চিত। রাজ্যে অরাজকতার পরিস্থিতি বিরাজ করছে। বাংলার উন্নয়ন শুধুমাত্র সরকার বদল করেই সম্ভব।”

স্থানীয় নেতৃত্বের ভূমিকা:

স্থানীয় কাউন্সিলর লালন মেহরা সভায় অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, “লোকসভা নির্বাচনে কুলটি থেকে নেতৃত্ব দিয়েছিল বিজেপি, আসন্ন বিধানসভা নির্বাচনেও নেতৃত্ব দেবে। এখানে প্রতিদিন সদস্যতা অভিযান জোরদারভাবে চলছে।”

সভায় উপস্থিত ব্যক্তিরা:

সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা মুখপাত্র রাজেশ সিংহ, সাবিত্রী দেবী, দেবকী দেবী, জয়ন্তী বাউরি, শিবাজি প্রসাদ, মুকেশ যাদব, মদন গুপ্ত, পেটু দাস, অচিন্ত্য মাঞ্জি, সুমন মাঞ্জি, শঙ্কর দাস, চৌধুরী দাসসহ আরও অনেকে।

ghanty

Leave a comment