আসানসোলে সাংবাদিক পরিতোষ সান্যালের স্ত্রী শিবানী সান্যালের প্রয়াণে শোকের ছায়া!

আসানসোল: আসানসোলের বিশিষ্ট সাংবাদিক পরিতোষ সান্যালের স্ত্রী শিবানী সান্যাল আজ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই দুঃখজনক ঘটনা ঘটেছে। শিবানী সান্যাল ছিলেন পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মী। তিনি তাঁর পুত্রসহ একটি সুসংগঠিত পরিবার রেখে গেছেন।

এই মৃত্যুতে আসানসোলের সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কাল তাঁর মরদেহ কাল্লা শ্মশানে দাহ করা হবে। বিশিষ্ট সাংবাদিক পরিতোষ সান্যালের প্রতি শোক জানাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন। সিটি টুডে নিউস এর টিমও বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং এই শোকের মুহূর্তে সান্যাল পরিবারকে শক্তি দানের জন্য প্রার্থনা করছে।

ghanty

Leave a comment