আসানসোল: আসানসোলের বিভিন্ন অংশে কালীপূজার প্যান্ডেল উদ্বোধন করলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। গতকাল সন্ধ্যায় আসানসোলের রামসর ময়দানে বিদ্রোহী সংঘ আয়োজিত বর্ণাঢ্য কালীপূজার প্যান্ডেলটি উদ্বোধন করেন মন্ত্রী। এই অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র কাউন্সিলের সদস্য গুরদাস চ্যাটার্জি, শিল্পপতি বিজয় শর্মা, সচিন রায় প্রমুখ। এছাড়াও, মন্ত্রী গোপালপুর উত্তরায়ণ কালীপূজারও উদ্বোধন করেন, যেখানে বিজয় শর্মা ও অভিনব মুখার্জি উপস্থিত ছিলেন।
এর আগে, ধাদকার জীবন সংঘ ও শীতলা অঞ্চলে কালীপূজার প্যান্ডেল উদ্বোধন করেন মন্ত্রী। তার সঙ্গে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং বরো চেয়ারম্যান উৎপল সিনহাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের উদ্দীপনা:
কালীপূজার মহাসমারোহ ও সুন্দর সজ্জিত প্যান্ডেল ঘিরে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ও খুশির পরিবেশ বিরাজ করছে। এমন একটি বৃহৎ পূজায় রাজ্য মন্ত্রীর উপস্থিতি এই উৎসবের মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে।