আসানসোল: আসানসোলের হাটন রোডের আর্য সরণিতে আর্য সংঘ কালীপূজা কমিটির উদ্যোগে কালীপূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এ বছর কমিটি তাদের ৩২তম বার্ষিকী উদযাপন করছে। আসানসোল দুর্গাপুর পুলিশ বিভাগের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নসর, এবং সাইবার থানার ইনচার্জ বিশ্বজিৎ মুখার্জি ও ৪ নম্বর বোড়ো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি যৌথভাবে এই পূজার উদ্বোধন করেন। এছাড়াও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে কুলদীপ সিং সালুজা, অরুণ শর্মা, জগদীশ শর্মা, সিয়ারাম আগরওয়াল, রাকেশ শর্মা, রাজু সালুজা (দলজিৎ সালুজা), লাকি অরোরা, সোনি সালুজা, ঋষি সালুজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই উদ্বোধনী অনুষ্ঠান ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচিত হয় এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২০০ মহিলা কে বস্ত্র বিতরণ করে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া হয়।

আর্য সংঘ কালীপূজা কমিটির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো স্থানীয় সংস্কৃতিকে রক্ষা করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যকে প্রচার করা। প্রতি বছর এই পূজা এক অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায়। এ বছরের থিম “মাতৃশক্তি”-র উপর ভিত্তি করে একটি বিশাল প্যান্ডেল ও আকর্ষণীয় প্রতিমা স্থাপন করা হয়েছে।