দুর্গাপুর: দুর্গাপুরের NTS থানার পুলিশ মঙ্গলবার একটি বড় অভিযান চালিয়ে বাজারে বেআইনি ভাবে বিক্রির আগে প্রায় ৩৫০ কেজি নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করেছে। এই অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ বাজি মজুত রাখার খবর পেয়ে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এরপর NTS থানার ওসি মানব ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালায় এবং বেআইনি ভাবে বিক্রির আগেই সমস্ত বাজি বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে, বিধাননগর আউটপোস্টের IS রিয়াজুদ্দিনের সহযোগিতায় এই অভিযান সফল ভাবে সম্পন্ন হয়েছে।
পরিবেশবিদদের মতে, কালীপূজার আগে পুলিশের এমন পদক্ষেপ শব্দদূষণ রোধে কিছুটা স্বস্তি দেবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই বাজিগুলির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা, যা কালীপূজার সময় বিক্রির জন্য বহু দোকানদার বেআইনি ভাবে মজুত করেছিল। তবে পুলিশ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই এই অভিযান চালায়। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, তারা নিষিদ্ধ বাজির বিরুদ্ধে এমন অভিযান চালিয়ে যাবে।