কলকাতা: পশ্চিমবঙ্গের ৬টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। বিজেপি এবং তৃণমূল ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার বামফ্রন্টও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৫টি কেন্দ্রের জন্য। তবে হাড়োয়া কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। বামফ্রন্ট সূত্রে জানানো হয়েছে, ‘পরবর্তী সময়ে জানানো হবে।’
রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুর্যকান্ত মিশ্র একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “এই লড়াই লড়তে হবে। এই লড়াইয়ে জিততে হবে।” তালডাংরার জন্য সিপিএম মনোনীত প্রার্থী হচ্ছেন দেবকান্তি মহান্তি। মেদিনীপুর কেন্দ্রের সিপিআই প্রার্থী হিসেবে মনিকুন্তল খামরুইকে টিকিট দেওয়া হয়েছে।
মাদারিহাট কেন্দ্রের জন্য আরএসপি প্রার্থী পদম ওনরাও বামফ্রন্টের তরফে মনোনীত হয়েছেন। সিতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অরুণ কুমার বর্মা। বামফ্রন্ট সমর্থিত লিবারেশন অফ সিপিআই (এমএল)-এর প্রার্থী হিসেবে নাইহাটি কেন্দ্রে লড়াই করছেন দেবজ্যোতি মজুমদার।
উল্লেখ্য, ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নাইহাটি ও হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
সূত্রের খবর, এই সপ্তাহেই রাজ্যে ১০০টিরও বেশি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি আসতে পারে। বুধবার, মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন, যেখানে উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
নির্বাচনী কমিশনের মতে, প্রতিটি কেন্দ্রের জন্য প্রায় ২০টি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি মোতায়েন করা হতে পারে। একইসঙ্গে, প্রতিটি বুথে ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকবে। ৬টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ২৩ নভেম্বর ঘোষণা করা হবে।
বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কার্যকলাপ শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য রাজ্যে ৮৯টি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি প্রয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে।