• nagaland state lotteries dear

স্কুটি সহ সিংহরণ নদীতে ডুবে গেল যুবক, উদ্ধার অভিযান চলছে!

নিজস্ব সংবাদদাতা : অন্ডাল থানার অন্তর্গত সিংহরণ নদী পার হওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১টায় আন্দাল দামোদর কলোনির বাসিন্দা দেবাশীষ দত্ত ওরফে বুবাই (৪০) ডুবে যান তার স্কুটি সহ। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছায়। রাতের অন্ধকারে খোঁজাখুঁজি করতে সমস্যা হচ্ছিল। শুক্রবার সকালে ডুবুরিরা ঘটনাস্থলে আসে।

প্রত্যক্ষদর্শী বাবলু টুডু জানান, দেবাশীষ দত্ত কাজ থেকে ফিরছিলেন রাত ১১টার দিকে। অন্ডাল দামোদর কলোনিতে বাড়ি পৌঁছানোর জন্য তাকে নদী পার হতে হয়। কিন্তু রাতে নদীতে জলের স্তর বেশি থাকায় তিনি স্কুটি সহ নদীতে ডুবে যান। শুক্রবার সকাল থেকে ডুবুরিরা তার সন্ধান করছেন। ইতিমধ্যে তার স্কুটি নদীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, প্রতি বছর বর্ষাকালে এই নদীর জল বিপজ্জনক মাত্রায় বেড়ে যায় এবং কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। নদী পারাপারে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

ghanty

Leave a comment