বস্তিন বাজার দুর্গাপুজার ৭৩ তম বর্ষ, উৎসবে মেতে উঠল আসানসোল

single balaji

আসানসোলের বস্তিন বাজার সর্বজনীন দুর্গাপুজা কমিটি আজ তাদের ৭৩ তম বর্ষের পুজার শুভ উদ্বোধন করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির বর্ষীয়ান সদস্য শ্রী সত্যনারায়ণ দারুকা, যিনি পুজার শুভ উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন অরুণ আগরওয়াল, শিবপ্রসাদ বর্মন, বিনোদ আগরওয়াল, রাজকুমার আগরওয়াল, তপন কুমার সাহা এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

বিশেষ আয়োজন:

মহাষষ্ঠীতে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে বসে আঁকা প্রতিযোগিতা।পুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। ছোটো থেকে বড়ো সবার জন্য বিশেষ ভোগের ব্যবস্থা থাকছে, যাতে সকলেই উপভোগ করতে পারেন পুজোর আনন্দ।

bastin bazar durga puja 73rd year celebration 2

উদযাপন ও সংস্কৃতি:

প্রতিযোগিতার পাশাপাশি, প্রতিদিনই থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের জন্য বসে আঁকা প্রতিযোগিতা একটি অনন্য উদ্যোগ, যা তাদের সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করবে। “পুজো শুধু ধর্মের নয়, এ হল সংস্কৃতির উৎসব”— এই বাক্যই যেন আরও একবার প্রমাণ করল বস্তিন বাজার সর্বজনীন পুজা কমিটি।

প্রতি বছর বস্তিন বাজারের এই পুজো নতুন চমক নিয়ে আসে। এ বছরও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম। পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে, পুজার মূল লক্ষ্যই হলো একতা ও সম্প্রিতির বার্তা ছড়িয়ে দেওয়া।

ghanty

Leave a comment