নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুর্গাপুরে পৌঁছে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করে তাদের সাহায্য প্রদান করেন। তিনি আরও একবার ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) কর্তৃক জল ছাড়ার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। আজ দুপুরে মুখ্যমন্ত্রী দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন এবং কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এরপর তিনি বাঁকুড়ার বারজোড়ার সীতারামপুর এলাকায় গিয়ে রাজ্য যুব হোস্টেলে দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু কেন্দ্রীয় সরকার মানুষের সমস্যা নিয়ে ভাবা উচিত। কিন্তু এর পরিবর্তে রাজ্যকে না জানিয়ে প্রতিহিংসার বশে জল ছাড়া হচ্ছে।”
দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সীতারামপুর এলাকায় পৌঁছান এবং বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন, ত্রাণের অর্থ প্রদান করেন, তারপর যুব আবাসন কেন্দ্রে গিয়ে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, পাণ্ডেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বারজোড়া বিধায়ক অলোক মুখার্জি এবং পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা প্রশাসনের কর্মকর্তারা।