নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোল ট্রাক ছিনতাই মামলায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। এক প্রেস কনফারেন্সে আসানসোল উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ধ্রুব দাস জানান, জামুইয়ের ট্রাকচালক অলোক কুমার তাঁর ট্রাকে লোড করা লোহা ক্যাল্যাণেশ্বরীতে নিয়ে আসেন।
লোড আনলোড করার পর তিনি ফিরছিলেন। ঠিক সেই সময়, চৌরঙ্গির কাছে তিন ব্যক্তি তাঁর ট্রাকে উঠে পড়ে এবং সেটি ছিনতাই করে। তারা চালককে জুবিলির কাছে নামিয়ে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
চালক সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানান, এবং এরপর পুলিশ তদন্ত শুরু করে। ভানোদার কাছে ট্রাকটি পাওয়া যায়। পুলিশের তল্লাশিতে ট্রাকটি উদ্ধার করা হয় এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। শেখ মুশাররফ, শেখ আরমান ও শেখ নাম, এই তিনজনই পুরুলিয়ার বাসিন্দা। পুলিশ তাদের আদালতে হাজির করেছে এবং রিমান্ডের আবেদন করেছে।