দ্বাদশ বর্ষে জমজমাট কবিতা উৎসব! সাহিত্য, সংগীত ও সংবর্ধনায় রঙিন বোরিংডাঙ্গা

single balaji

📍 স্থান: মনমোহন রায় মঞ্চ, বোরিংডাঙ্গা উচ্চ বিদ্যালয়
📅 তারিখ: ৩০ মার্চ, ২০২৫ (রবিবার)

এক অনন্য সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা হয়ে উঠল ‘দ্বাদশ বর্ষ কবিতা উৎসব – ২০২৫’। বোরিংডাঙ্গার মনমোহন রায় মঞ্চে আয়োজিত এই উৎসবে ৬০ জনেরও বেশি কবি, সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনের উপস্থিতিতে মুখর হয়ে উঠল সাহিত্যপ্রেমীদের দিনটি।

🔥 জমজমাট সূচনা, দীপ্ত সম্মাননা

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে, উদ্বোধন করেন আসানসোল কর্পোরেশনের মাননীয় এমআইসি শ্রী সুব্রত অধিকারী এবং হিউম্যান রাইটস সংগঠনের সভাপতি অশোক জৈন, সম্পাদক দেশবন্ধু রায়, হরিৎক্ষেত্র সভাপতি চন্দ্রনাথ মুখার্জী, শিক্ষক প্রতিভা নাথ রায় প্রমুখ।

✍️ স্বরচিত কবিতা পাঠ ও গান

কবিতা পাঠের পাশাপাশি মঞ্চ কাঁপালেন বিশিষ্ট সংগীত শিল্পী, নজরুলগীতি গবেষক ড. সংগীতা চৌধুরী (পাঞ্জাব, চণ্ডীগড়) এবং জহর মিশ্র। সুন্দর সংগীত পরিবেশন করেন সম্প্রীতি রায়বান্টি রায়। নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয় ইশা মুখার্জী।

🏆 সম্মাননা ও পুরস্কার

এবছর “হরিৎক্ষেত্র সম্মান” প্রদান করা হয় তিনজন কৃতী সাহিত্যিককে:

  • কবি অপর্ণা দেউ ঘোরিয়া
  • সম্পাদক ও সমাজকর্মী দেশবন্ধু রায়
  • সাহিত্যিক ও লেখক স্নেহাশিষ মুখার্জী

হরিৎক্ষেত্র নারী সম্মান” পান ড. সংগীতা চৌধুরী।
গৌতম গোস্বামী স্মৃতি পুরস্কার” তুলে দেওয়া হয় কবি, সম্পাদক, অভিনেতা শ্রী রাজীব ঘাঁটিকে।
মনমোহন রায় স্মৃতি পুরস্কার” পান কবি ও সম্পাদক শ্রী জহর মিশ্র।

🤝 মানবিক মুখ – দুস্থদের পাশে উৎসব

উৎসব শুধু সাহিত্য নয়, মানবিক উদ্যোগেও উজ্জ্বল। এদিন এলাকার ৫০ জন দুস্থ মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। এমন উদ্যোগে অনুষ্ঠানের মানবিক দিক ফুটে ওঠে।

📚 নতুন কাব্যগ্রন্থ ‘আমি’ প্রকাশ

এই দিনেই প্রকাশিত হয় কবি চিরঞ্জীব রায়ের পঞ্চম কাব্যগ্রন্থ ‘আমি’। সাহিত্যিকদের মধ্যে বইটি নিয়ে আলোড়ন দেখা যায়।

🎤 সুচারু সঞ্চালনা

সমগ্র অনুষ্ঠানটি সাবলীলভাবে পরিচালনা করেন কবি ও হরিৎক্ষেত্র সাহিত্য পত্রিকার সহ সম্পাদক বিবেক চট্টোপাধ্যায়।
বক্তব্য রাখেন রাজীব ঘাঁটি, প্রতিভা নাথ রায়, স্বপন রুইদাস সহ আরও অনেকে।

ghanty

Leave a comment